মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩০ am

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
তানোরে কাজে আসেনি ৫৫ লাখ টাকা ব্যয়ে খাল-খনন প্রকল্প

তানোরে কাজে আসেনি ৫৫ লাখ টাকা ব্যয়ে খাল-খনন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ও কলমা ইউনিয়নে অবস্থিত হাতিশাইল ও ঘৃতকাঞ্চন খননকৃত খালে মাছ চাষের পরিবর্তে ধান চাষ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এতে করে খাল পুনঃখননের নামে পুকুর চুরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। ফলে বরাদ্দের ৫৫ লাখ টাকা খালের জলে ফেলে ভাগ বাটোয়ারাতে এলাকায় বইছে সমালোচনার ঝড়। এমন দূর্নীতিতে সরেজমিন তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ওই এলাকার কৃষকরা।

তথ্যানুসন্ধানে জানা গেছে, শুধুমাত্র সরকারি অর্থ তসরুফের উদ্দেশ্যে কোনো সম্ভব্যতা যাচাই না করে হাতিশাইল ও ঘৃতকাঞ্চন খাড়ি নামমাত্র পুনঃখনন দেখানো হয়। লোক দেখানো এমন প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনে স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জুরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে তানোর উপজেলায় টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি সমিতির মাধ্যমে হাতিশাইল ও ঘৃতকাঞ্চন এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার খাড়ি পুনঃখননে ব্যয় ধরা হয় প্রায় ৫৫ লাখ টাকা। পরে ২০২২ সালের ২০ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করা হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নে কোনো দরপত্র আহবান করা হয়নি। এ প্রকল্পের উদ্দেশ্য ছিলো খড়া মৌসুমে খালের পানি ব্যবহার করে একদিকে কৃষক তাদের দায় সারবেন। অন্যদিকে মাছ চাষও হবে। দূর্নীতিতে এসব উদ্যোগ ভেস্তে গেছে। অযথা এমন খাড়ি পুনঃখননে কৃষকের ক্ষতি ছাড়া লাভ হয়নি। তবে, প্রকল্প সংশ্লিষ্টদের পকেটভারী হয়েছে। কৃষকরা জানান, এই খাড়ি পুনঃখননের কোনো মানে হয় না। এটা সরকারি অর্থের অপচয় ও কৃষকের দূর্ভোগ ছাড়া কিছু নয়।

তারা বলেন, কৃষকের মতামত উপেক্ষা করে এরআগেও বিএমডিএ প্রায় কোটি টাকা ব্যয়ে একবার খাড়ি খনন ও ক্রসড্যাম নির্মাণে কৃষককের ক্ষতি ব্যতিত লাভ হয়নি। কারণ একটু বৃষ্টিতে ক্রসড্যামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমের আগেই খাড়ি শুকিয়ে যায়। অথচ সেই খাড়ি আবার পুনঃখননের হেতু কি ? আর এতে লাভ কার কৃষকের না খাড়ি খননকারী সংশ্লিষ্টদের?
সম্প্রতি ৮ ফেব্রুয়ারী বুধবার সরেজমিন দেখা গেছে, প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন করা খাড়ির বুকে বোরো ধানের খেত। যেনো তেনোভাবে পুনঃখননের সেই মাটি ফেলা হয়েছে খাঁড়ির পাড়ে। এতে নষ্ট হয়েছে আবাদি জমির ফসল। প্রকল্প বাস্তবায়নে যে কাজ হয়েছে সেটাও দায়সারা মাত্র।
স্থানীয় কৃষক মিলন, আজিজুল ও মেহেদি বলেন, অযথা খাড়ি পুনঃখননে শুধু সরকারি অর্থ তছরুপ ছাড়া আর কিছু নয়। তারা খাড়ি পুনঃখনন কাজের শুরুতে বন্ধের দাবি করেছিলেন। বিএমডিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অপরিকল্পিতভাবে এসব খাড়ি পুনঃখনন করার কোনো মানে হয় না। এতে অসময়ে জলাবদ্ধতা আবার শুষ্ক মৌসুমের আগেই পানি শুণ্যতা দেখা দিবে।

এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে এসব খাড়ি পুনঃখনন করা হয় না। তবে, আরো বিস্তারিত জানতে হলে তিনি অফিসে যোগাযোগ করতে বলে এড়িয়ে গেছেন তিনি।

সরজমিনে দেখা গেছে, খাড়িতে প্রকল্প সাইনবোর্ড সাটানো আছে। এতে লিখা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। উপ-প্রকল্পের ম্যাপ, উপ-প্রকল্প হাতিশাইল ঘৃতকাঞ্চন, উপ-প্রকল্প। উপ-প্রকল্পের ধরন, পানি নিস্কাশন ও সংরক্ষন। এসপি নম্বর ২২০২৪। উপ-প্রকল্পের পরিমান ৭০০ হেক্টর। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ঘৃতকাঞ্চন হাতিশাইল মাধ্যমে খনন কাজ করা হয়। উপকারীর সংখ্যা ২ হাজার ৮৪৪। অর্থায়নে এডিবি, জিওএন ও জিওবি।

উপকার তো দূরে থাক কৃষকের কোন কাজে আসেনি প্রকল্প। শুধু কর্তাবাবু ও সমিতির নেতাদের ভরেছে পকেট বলেও মনে করছেন কৃষকরা। এধরনের প্রকল্প নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করা উচিৎ। এছাড়াও খাল পুন:খননের শুরুতে প্রতিবেদন হয়। কিন্তু খননের নামে ৫৫ লাখ টাকা জলে যায়।

সমিতির সভাপতি কলমা ইউপি এলাকার ক্ষমতাসীন দলের নেতা নুরুল ইসলাম জানান, সঠিক নিয়মে খনন কাজ সম্পন্ন করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি কিভাবে থাকবে বলে এড়িয়ে যান তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.