মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ am
এইচ এম ফারুক (নিজস্ব প্রতিবেদক) তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলামের নিজস্ব অর্থায়নে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলাম কামারগাঁ ইউপির হাতিশাইল লক্ষীর মোড়ে ইউনিয়নের বিভিন্ন স্থানের দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে প্রায় ৩০টি কম্বল বিতরণ করেছেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলে রাব্বী মিঞা। এতে উপস্থিত ছিলেন- মো. মুসলেহুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, বুলবুল, এরশাদ আলী সহ অন্যরা।
এবিষয়ে কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলাম বলেন, আমি আমার সাধ্যমত নিজ এলাকায় বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। শীতে দরিদ্র অসহায় মানুষদের মাঝে আমার সাধ্যমত কম্বল কিনে বিতরণ করেছি। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষ মানুষের জন্য। আমি যেনো সকলের উপকারে আসতে পারি জন্য সকলে দোয়া করবেন।
মানুষের পার্শ্বে দাঁড়িয়ে এমন সাহায্যের জন্য কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. জামিরুল ইসলামের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীজনেরা। তা/অ