মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৫ am
নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও কারিগরী সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তবায়নকৃত ‘পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)’ প্রকল্পের আওতায় এসব বই বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এতে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার পিস বই প্রদান করা হয়।
জেলা প্রশাসক মহোদয় বলেন, দেশ দূর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, এসব বই প্রতিটা স্কুলের লাইব্রেরী গুলোকে আরো বেশি সমৃদ্ধ করতে সহায়তা করবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীদেরকে বই পড়ার অভ্যাসে পরিণত করতে হবে। তবেই সবার মধ্যে স্বার্থকতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মোহাম্মদ সাইদুল ইসলাম, রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) কল্পনা রায়, আইনী ইসলাম, প্রোগ্রাম ডেভলপমেন্ট ডিরেক্টর সুকলা দে ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সফিউল আওয়াল।
এতে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ, প্রজেক্ট অফিসার ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ। রা/অ