রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫১ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
মান্দার স্বামী পরিত্যাক্তা নারী, বিয়ের দাবিতে তানোরে অবস্থান

মান্দার স্বামী পরিত্যাক্তা নারী, বিয়ের দাবিতে তানোরে অবস্থান

এইচএম ফারুক, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমারের বাড়িতে গত শনিবার সন্ধ্যায় এক স্বামী পরিত্যাক্তা নারী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করেছে। ওই নারী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা স্বামী পরিত্যাক্তা রিতা রানী। তিনি গত শনিবার বিয়ের দাবিতে বিকাশ কুমারের বাড়িতে অবস্থান করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার এক সন্তানের জনক। সাংসারিক কলহে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বটতলির জৈনক ব্যক্তির কন্যার সাথে এরআগে বিকাশ কুমারের বিবাহ বিচ্ছেদ হয়। তার দরুন বিকাশ কুমার একাকী জীবন যাপন করে আসছেন। দ্বিতীয় বিবাহ করার জন্য প্রায় ৮ মাস আগে পারিবারিক ভাবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যান। তবে, বিকাশ কুমারের মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি।

এবিষয়ে বিকাশ কুমার জানান, আমি দ্বিতীয় বিবাহ করার জন্য প্রায় ৮ মাস আগে পারিবারিক ভাবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যায়। তবে, মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি। তারপর থেকে কোনো যোগাযোগ নাই তাদের সাথে। আমি মৎস্যজীবী ও কৃষি কাজ করে পরিবার চালায়। আমি তেমন মোবাইলও ব্যবহার করি না। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হটাৎ করে এ মেয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবি করছে। আমি বাড়িতে ছিলাম না কামারগাঁ বাজারে ছিলাম। বাড়ি এসে দেখি এক মেয়ে আমাকে বিয়ে করবে বলে বসে আছে আমি তাকে চিনতে পারিনি। পরে পরিচয় দিলে বাড়ির সবাই তাকে চিনতে পারে। পরে গ্রামের প্রধান ও মেম্বারকে ডাকি।

রিতা রানীর জানান, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার আমাকে বিয়ে করবে বলে দেখতে যায়। তাকে আমার পছন্দ হয়। বারবার বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তার সাথে আমাকে বিয়ে দেয়া হয়নি তাই তার বাড়িতে চলে এসেছি। ছেলের সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হতো? ছেলের সাথে কি আপনার কোনো শারিরীক সম্পর্ক ছিলো আপনার? এমন প্রশ্নে রিতা রানী এড়িয়ে যান।

এবিষয়ে মেম্বার শরিফুল ইসলাম রাজা জানান, এক মেয়ে মাঝিপাড়া গ্রামের বিকাশকে বিয়ে করবে বলে এসেছে। এমন অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকা হয়। আমি মেয়ের সাথে কথা বলে তার অভিভাবক ও ভারশো ইউপির মেম্বারকে ডাকি স্থানীয় ভাবে শালিশ করে রোববার বিকোলে মেয়েকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।

মাঝিপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির নিকট জানা গেছে, বিকাশ একটা সরল সোজা ছেলে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ওই মেয়ে বিয়ে করবে বলে বিকাশের বাড়িতে আসে। কিন্তু বিকাশের বাড়িতে আসার যুক্তিযুক্ত কোন কারণ মেয়েটি বলতে পারেনি। পরে মেয়ের পরিবারের লোকজন ও ভারশো ইউপির মেম্বার মো. চিতল এসে তাকে নিয়ে যায়। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.