শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫৪ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
মান্দার স্বামী পরিত্যাক্তা নারী, বিয়ের দাবিতে তানোরে অবস্থান

মান্দার স্বামী পরিত্যাক্তা নারী, বিয়ের দাবিতে তানোরে অবস্থান

এইচএম ফারুক, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমারের বাড়িতে গত শনিবার সন্ধ্যায় এক স্বামী পরিত্যাক্তা নারী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করেছে। ওই নারী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা স্বামী পরিত্যাক্তা রিতা রানী। তিনি গত শনিবার বিয়ের দাবিতে বিকাশ কুমারের বাড়িতে অবস্থান করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার এক সন্তানের জনক। সাংসারিক কলহে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বটতলির জৈনক ব্যক্তির কন্যার সাথে এরআগে বিকাশ কুমারের বিবাহ বিচ্ছেদ হয়। তার দরুন বিকাশ কুমার একাকী জীবন যাপন করে আসছেন। দ্বিতীয় বিবাহ করার জন্য প্রায় ৮ মাস আগে পারিবারিক ভাবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যান। তবে, বিকাশ কুমারের মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি।

এবিষয়ে বিকাশ কুমার জানান, আমি দ্বিতীয় বিবাহ করার জন্য প্রায় ৮ মাস আগে পারিবারিক ভাবে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ঋষিপাড়া গ্রামের সচিন চন্দ্রের কন্যা রিতা রানীকে দেখতে যায়। তবে, মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে হয়নি। তারপর থেকে কোনো যোগাযোগ নাই তাদের সাথে। আমি মৎস্যজীবী ও কৃষি কাজ করে পরিবার চালায়। আমি তেমন মোবাইলও ব্যবহার করি না। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হটাৎ করে এ মেয়ে আমার বাড়িতে এসে বিয়ের দাবি করছে। আমি বাড়িতে ছিলাম না কামারগাঁ বাজারে ছিলাম। বাড়ি এসে দেখি এক মেয়ে আমাকে বিয়ে করবে বলে বসে আছে আমি তাকে চিনতে পারিনি। পরে পরিচয় দিলে বাড়ির সবাই তাকে চিনতে পারে। পরে গ্রামের প্রধান ও মেম্বারকে ডাকি।

রিতা রানীর জানান, রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা মাঝিপাড়া গ্রামে গোপাল চন্দ্র হালদারের পুত্র বিকাশ কুমার আমাকে বিয়ে করবে বলে দেখতে যায়। তাকে আমার পছন্দ হয়। বারবার বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তার সাথে আমাকে বিয়ে দেয়া হয়নি তাই তার বাড়িতে চলে এসেছি। ছেলের সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হতো? ছেলের সাথে কি আপনার কোনো শারিরীক সম্পর্ক ছিলো আপনার? এমন প্রশ্নে রিতা রানী এড়িয়ে যান।

এবিষয়ে মেম্বার শরিফুল ইসলাম রাজা জানান, এক মেয়ে মাঝিপাড়া গ্রামের বিকাশকে বিয়ে করবে বলে এসেছে। এমন অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকা হয়। আমি মেয়ের সাথে কথা বলে তার অভিভাবক ও ভারশো ইউপির মেম্বারকে ডাকি স্থানীয় ভাবে শালিশ করে রোববার বিকোলে মেয়েকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।

মাঝিপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির নিকট জানা গেছে, বিকাশ একটা সরল সোজা ছেলে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ওই মেয়ে বিয়ে করবে বলে বিকাশের বাড়িতে আসে। কিন্তু বিকাশের বাড়িতে আসার যুক্তিযুক্ত কোন কারণ মেয়েটি বলতে পারেনি। পরে মেয়ের পরিবারের লোকজন ও ভারশো ইউপির মেম্বার মো. চিতল এসে তাকে নিয়ে যায়। তা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.