শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:১০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহা. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোটের ফলাফলে ২৮ হাজার ১০৫ ভোট অর্থাৎ ২২ হাজার ৭৭০ ভোট বেশি পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা)’র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) প্রতীক পেয়েছেন ৫ হাজার ৩৩৫ ভোট। অন্যান্ন প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাক (লাঙল) ১ হাজার ১৩৫ ভোট, স্বতন্ত্র খুরশিদ আলম বাচ্চু (মাথাল) প্রতীক ২ হাজার ৩২ ভোট, নবিউল ইসলাম (টেলিভিশন) প্রতিকে ৩৯১ ও গোলাম মোস্তফা (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ৪৫৫ ভোট।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৫৭টি কেন্দ্রে নিরুত্তাপ উপ-নির্বাচনে গড়ে ৪০ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন। দু’য়েকটি কেন্দ্রে আওয়ামী লীগের(নৌকা)’র প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী (আপেল)’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেলেও ওই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট এবং কর্মরত প্রিজাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৮/৯ শতাংশ ভোট পড়ে। কিন্তু বিকেলের দিকে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
নাচোল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১ লাখ ১৬ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৪০৫ ও নারী ভোটর ৫৭ হাজার ৯১৫ জন। উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন জানান, নাচোলে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, বিচ্ছিন্ন দু’য়েকটি অভিযোগ পাওয়া গেলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। রা/অ