শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩০ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামের বয়স্ক নারী-পুরুষদের মাঝে রোববার শীতের পোশাক হিসেবে হুডি বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২২০ জনের মাঝে এসব হুডি বিতরণ করা হয়। কোল ক্ষুদ্র জাতিসত্তা ও নদী ভাঙ্গণ কবলিত হয়ে বাবুডাইং বনের পাশে আশ্রয় নেয়া বাঙ্গালি পরিবারের শিক্ষার্থীদের অভিভাবক মিলিয়ে ২২০ টি হুডি বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় হুডি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, গ্রাম্য মোড়ল লগেন সাইচুরি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, সদস্য সোনিয়া খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুুরমু প্রমূখ। বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৮৫ জন শিক্ষার্থী বিনা খরচে লেখাপড়া করে।
পোশাক পেয়ে কোল ক্ষুদ্র জাতিসত্তার, গান্দু হাসদা (৭৫), দেরাস মুরমু (৭০), বুধুয়া মার্ডিসহ (৬৮) সামরি হাসদা (৭০), গেন্দি হাঁসদা (৬৫), সাগরি মুরমু (৬০), বেগম কিসকুসহ (৬৬) আরও অনেকে আনন্দ প্রকাশ করেন। রা/অ