শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৩ am
ক্রীড়া ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি অধিকাংশ সময়ে শান্ত খেলোয়াড় হিসেবেই পরিচিত। তবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালের বিপক্ষে যেন অগ্নিমূর্তি ধারণ করেছিলেন মেসি। বিশ্বকাপের সেই প্রসঙ্গ টেনে এবার ডাচ কোচকে উপদেশ হিসেবে মেসিকে আদর করে চুমু দিতে বললেন আর্জেন্টিনার সবেক খেলোয়াড় হুয়ান রোমান রিকেলমে।
গত বছরের ১০ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে মেসিকে খোঁচা দিয়ে ডাচ কোচ বলেছিলেন, ‘২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে মেসি বলই স্পর্শ করতে পারেনি। তবে সে বার আমরা হেরে গেছিলাম, এবার মেসিকে বল স্পর্শ থেকে দূরে রাখার পাশাপাশি হারের প্রতিশোধ নিতে চাই।’
আরও পড়ুন : কারাগারে থেকেও অটোগ্রাফ দিলেন দানি আলভেস
লুই ফন গালের এমন মন্তব্যে অগ্নিমূর্তি ধারণ করেন মেসি। সেইসঙ্গে দলের সতীর্থরাও। আর কোয়ার্টার ফাইনালের ম্যাচটি জিতে নিয়ে মেসি ডাচ কোচের সামনে গিয়ে জয় উদযাপন করে অমন কথা বলার প্রতিশোধ নেন।
এ বিষয়ে ফন গালকে উদ্দেশ করে রিকেলমে বলেন, ‘আমার মনে হয় ফন গাল মেসিকে নিয়ে কিছু বলেছিলেন। এ রকম কথা ফুটবলে বলা উচিত নয়। তার উচিত হয়নি মেসিকে রাগানো। মেসিকে জড়িয়ে ধরে, আদর করে চুমু দেয়া উচিত। তাতে মেসি রেগে যাবে না এবং আপনার দলকে হারাতে চাইবে না। কিন্তু আপনি যখন তাকে রাগিয়ে দেবেন, তখন সে রেগে লাল কার্ড না খেয়ে ম্যাচ জিতে নেবে।’
মেসিকে নিয়ে রিকেলমে আরও বলেন, ‘আমি সবসময় বলে এসেছি মেসি যেভাবে খেলেছে তাতে আর্জেন্টিনা ফেভারিট দলে পরিণত হয়েছে। মেসি চায় প্রতিযোগিতা করতে, সে শান্তভাবে খেলতে পছন্দ করে। যখন সে খেলে তাকে রাগানো বা কষ্ট দেয়া উচিত না। আর এই কাজের ব্যত্যয় ঘটিয়ে ভুগতে হয়েছে ফন গালকে।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে সাবেক খেলোয়াড় রিকেলমে বলেন, ‘ডাচ কোচকে একটি কারণে ধন্যবাদ দিতে চাই। সেটি হচ্ছে, মেসিকে রাগিয়ে দিয়ে জয়ের জন্য উৎসাহী করে তুলেছে। আর মেসি সেই যাত্রা শেষ করেছে ফাইনাল ম্যাচে জয়ের মধ্য দিয়ে।’
আরও পড়ুন : রোনালদোর পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢেলেও ব্যর্থ আল নাসর!
এর আগে রিকেলমেকেও রাগিয়েছেন লুই ফন গাল। আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার যখন বার্সেলোনায় যোগ দেন, তখন বার্সার কোচ ছিলেন ফন গাল। সে সময়ে রিকেলমেকে দলে নেয়াটা পছন্দ হয়নি তার। এমনকি তাকে মধ্যমাঠে না খেলানোরও সিদ্ধান্ত নেয় কোচ। এমন কষ্ট বুকে চেপে গোল করার পরে দুই কানের পাশে হাত উচিয়ে উদযাপন করেন। আর সেটিকে প্রতিশোধ হিসেবে দেখেন অনেকে। কাতার বিশ্বকাপে এই ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় লিওনেল মেসিকেও। সূত্র : সময়টিভি