শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩১ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরের তরুণ সাংবাদিক সোহানুল হক পারভেজ তৎকালিন (এইচএসসি) অধ্যায়নরত ছাত্র অবস্থায় সাংবাদিকতায় পর্দাপন করেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা বিভাগে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন।
২০০৬ সালে রাজশাহীর তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পর্দাপন করেন তিনি। বর্তমানে তানোর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পারভেজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন পারভেজ। এছাড়াও তিনি বর্তমানে জে.বি নামক টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে একনিষ্ঠ ভাবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও পারভেজ জাতীয় দৈনিক সকালের সময়, দৈনিক মানবজমিন, দৈনিক উপচার পত্রিকায় তানোর (রাজশাহী) প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।
২২ জানুয়ারি রোববার জাতীয় সাংবাদিক সংস্থা ও উপচার পত্রিকা কার্যালয়ে রাজশাহী জেলার সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, সাংবাদিক সোহানুল হক পারভেজের হাতে পাঠক প্রিয় দৈনিক উপচার পত্রিকার নতুন বছরের কার্ড তুলে দেন।
এসময় দৈনিক উপচার পত্রিকার বিভিন্ন উপজেলা, স্টাফ রিপোর্টার ও বার্তা সম্পাদকসহ উপচার পরিবারের সকল সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
পারভেজ এই প্রতিবেদকের মাধ্যমে উপচার পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশেষ করে তিনি রাজশাহী জেলা সাংবাদিক সংস্থার বিভাগীয় প্রধান নুরে ইসলাম মিলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তরুণ সাংবাদিক পারভেজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, উপচার পরিবারের সবার নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো ‘যেখানে অপরাধ- সেখানেই প্রতিবাদি হয়ে সৎভাবে আমার ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো আমার কলাম দেশ ও জনগনের কল্যাণে ততদিন চলবে ইনশাল্লাহ।
আমি সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে যেনো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারি। তাই আমি সকলের সহযোগিতা দোয়া ও আর্শীবাদ কামনা করছি। তা/অ