মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ফের এমপি ফারুক চৌধুরীকে নিয়ে রাজাকার পুত্র বলে কটুক্তি করায় আ’লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্প্রতিবার (২৬ জানুয়ারী) বিকেলে তানোর থানা মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা আ’লীগের সাবেক সাধারণ আসাদুজ্জামান আসাদকে তানোর প্রবেশে বাধা সৃষ্টির জন্য নেতাকর্মীদের হুকুম দেয়া হয়। এছাড়াও আসাদকে তানোরে অবাঞ্জিত ঘোষনা করা হয়।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে রাজাকার পুত্র বলে গত বুধবার বিকেলে ওই একই স্থানে কটুক্তি করে সমালোচক মূলক বক্তব্য দেন আসাদ ও তার অনুসারী তানোর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এরই প্রতিবাদে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন। এতে প্রতিবাদী বক্তব্য দেন, উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক নারী ভাইস ও মহিলা আ’লীগের সভাপতি সোনিয়া সরদার।
উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, বাধাঁইড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ এবং সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু প্রমুখ। তা/অ