শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৪ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
গোদাগাড়ীতে খাদ্যে বিষক্রিয়ায় ১৯ মাদ্রাসাছাত্রী হাসপাতালে

গোদাগাড়ীতে খাদ্যে বিষক্রিয়ায় ১৯ মাদ্রাসাছাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে খাদ্যে বিষক্রিয়ায় এক হাফেজিয়া মাদ্রাসার ১৯ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ৮ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকরাজারামপুর এলাকায় অবস্থিত ভাড়া বাড়ীতে ‘মাদ্রাসাতুল হুদা বালিকা হাফেজিয়া’ নামের এক মাদ্রাসায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার খাবার খেয়ে ১৯ জন ছাত্রীর পেটের ট্রাবল বা পিড়া দেখা দিলে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্র জানায়, খাবারে বিষক্রিয়া হওয়ায় ছাত্রীরা বমি করে। পরে পেটের পীড়া বা ট্রাবল দেখা দেয়।

এব্যাপারে মাদ্রাসাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদ্রাসার সুপার মুজিবুর রহমান বলেন, খাইরুল ইসলাম নামে একজনের বাড়িতে অনুষ্ঠানের তৈরি খাবার খেয়ে তার মাদ্রাসার ১৯ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর আর কোন খাবার খাইনি। এতে তাঁর মাদ্রাসার ১৯ জন ছাত্রী অসুস্থ পড়ে। এরা হলো- তান্নি (৯), মীম (৮), ইশিতা (৮), লামিয়া (৯), লামিয়া (৭), হাসি (১২), তহুরা (১১), ফোরকান (১১), কুলসুম (১০), আমেনা (১১), তাসলিমা (১০) ইমা (১১), শারমিন (১২), খাতিজা (৬), সাহেহা (৭), সুমাইয়া (৫), নাহিদা (১১), শারমিন (১১) ও ইসরাত (১০)।

এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসা চলছে। কি কারণে অসুস্থ হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি।

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতলের স্বাস্থ্য কর্মকর্তা ডা: আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। ছাত্রীরা আবাসিকভাবে হিফজুল কোরআন (হাফেজিয়া) শিক্ষা গ্রহন করে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.