রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক-সম্প্রীতি কমিটির আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১ জানুয়ারি বেলা সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও।
অন্যানের মাঝে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার ও প্রভাষক গোবিন্দ চন্দ্র বর্মন।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ভূখণ্ডে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।
তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এসময় সমাবেশে নিজামপুর ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। রা/অ