রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫২ am
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (ভোলাহাট, গোমোস্তাপুর, নাচোল) উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের সঙ্গে প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১ টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিব খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরহাদ আহম্মদ খান যুগ্ম সচিব নির্বাচন কমিশন, দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী, এ এইচ আব্দুর রকিব বিপিএম পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অনিয়ম হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ উপনির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু ।
কমিশনার আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই ইসি। এর ব্যত্যয় ঘটাতে কেউ চাইলে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রা/অ