মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৬ am
তানোর প্রতিবেদক :
রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজার সংলগ্ন মসজিদের পাশে সরকার নির্ধারিত ‘মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ নির্মাণের জায়গা জোরপূর্বক আবারও দখল করছেন ভূমিদস্যু বিকাশ কুমার দাস। তিনি ওই এলাকার মৃত বিরেন্দ্রনাথের পুত্র।
আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টার সময় বিকাশ কুমার দাস ও তার ক্যাডার বাহিনীদের নিয়ে কামারগাঁ বাজার সংলগ্ন মসজিদের পাশে সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গা জোরপূর্বক দখলের জন্য গাছ রোপন করেছেন বলে স্থানীয়দের অভিযোগ উঠে।
এসময় বিষয়টি নিয়ে স্থানীয়রা দ্রুত কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. কাউসার আলীকে অবগত করেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যু বিকাশকে লাগানো গাছ তুলে ফেলতে বলেন। এনিয়ে বিকাশ কুমারের সাথে নায়েব মো. কাউসার আলীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নায়েব রোপনকৃত গাছ তুলে ফেলতে এগিয়ে গেলে বিকাশ কুমার তাঁর গায়ে হাত দিয়ে বাঁধা দেন। ফলে নায়েব মো. কাউসার আলী রোপনকৃত গাছ অপসরণে ব্যর্থ হন।
এঘটনায় নায়েব মো. কাউসার আলী জানান, বিকাশ কুমারকে সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গাতে গাছ লাগাতে নিষেধ করা হয়। কিন্তু জোরপূর্বক গাছ লাগিয়ে আমার ওপরই চওড়া হন। আমি তাকে গাছ তুলে ফেলতে বলেছি। কিন্তু তিনি আমার উপর চড়াও হয়ে গাছ উঠাবেন না বলে তর্কে জড়িয়ে পড়েন বলে জানান নায়েব।
তবে, এপ্রতিবেদক সরকারি সম্পত্তিতে ও সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গাতে কার অনুমতিতে গাছ লাগাচ্ছেন এমন প্রশ্নের বিষয়ে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন বিকাশ কুমার দাস।
তথ্যানুসন্ধ্যানে জানা গেছে, বিকাশ কুমার দাস বেশি টাকার মালিক হওয়ায় তার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে জিম্মি করে যেকোন সরকারি সম্পদ দখল করে থাকেন। তার এসব কারবারে কেউ মুখ খুললে বিভিন্ন মামলা মোকাদ্দমা ভয় দেখিয়ে হেনেস্থা করে থাকেন তিনি।
এরআগে বিকাশ কুমার ওই জায়গা নিজের দখলে রাখার জন্য বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটান এবং মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের পক্ষে থাকা সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা করেন।
স্থানীয়রা জানান, সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের জায়গাটিতে যেন দ্রুত সময়ের মধ্যে জাদুঘর স্থাপন করা হয়। নতুবা জায়গাটি বিকাশের দখল মুক্ত হবে না। আর জাদুঘর নির্মাণের কাজ শুরু হতে যদি দেরি হয় তবে, দ্রুত জায়গাটি বেড়া দিয়ে ঘিরে সংরক্ষণ করার জোর দাবি জানান স্থানীয়রা।
এছাড়াও বিকাশ কুমারের ভূমিদস্যুতা রোধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। রা/অ