মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫২ pm
এম এম মামুন :
রাজশাহীূ নগরীতে জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ পরিবারের সন্তানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে এই সম্মাননা প্রদান করেন তিনি। এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা পুলিশ কমিশনার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরিদর্শনের সময় শিক্ষক মন্ডলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, আমাদের লক্ষ্য ‘বিশ্বমানের সুনাগরিক হওয়া’’ এ স্লোগানকে বাস্তবে রূপ দিতে হলে পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে পাঠদানসহ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সভা শেষে পুলিশ কমিশনার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ পরিবারের সন্তানদের সম্মাননা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা ও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মন্ডলীসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রা/অ