বুধবা, ০৪ িসেম্র ২০২৪, সময় : ০২:৩৬ pm
আজকের তানোর ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপলো) হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
তিনি বলেন, দুপুরে মওদুদ আহমদের চিকিৎসায় প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। মেডিক্যাল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।
মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দু’বার তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এতে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ। মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সূত্র : বাংলানিউজ