রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৪ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
মোহনপুরে সওজের উচ্ছেদ অভিযান স্থগিত, জামায়াত নেতার দোকানঘর বহাল তবিয়্যতে

মোহনপুরে সওজের উচ্ছেদ অভিযান স্থগিত, জামায়াত নেতার দোকানঘর বহাল তবিয়্যতে

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয় ব্যবসায়িদের দাবীর মুখে সড়কের দুই পাশের ৬ ফিট রাস্তার ছেড়ে দেয়ার পরিবর্তে ৩ ফিট করে নিজেদের স্থাপনা সরিয়ে নেয়ার প্রতিশ্রƒতি দেয়ার কারণে এমন স্দ্ধিান্ত নেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তবে, এধরণের প্রতিজ্ঞা রাখেনি দোকানিরা।

একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়ক নির্মাণের পর দুই পাশের ফাকা জায়গা প্রভাবশালী মহল দখল করে বিভিন্ন ধরণের ব্যবসায়িক দোকানপাট ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করে থাকে। মহাসড়কে বাড়তে থাকে তিব্র যানজট। প্রতিনিয়ত লেগেইে থাকে ছোট বড় সড়ক দুর্ঘটনা। একারণে সড়ক ও জনপথ বিভাগ যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে সঙ্গে নিয়ে সপ্তাব্যাপি মাইংকিংয়ের মাধ্যমে সুিবধাভোগি দখলবাজদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার বিষয়টি জানান দেয়। ১৭ জানুয়ারি মঙ্গলবার ছিল উচ্ছেদ অভিযানের ঘোষিত দিন।

ব্যবসায়িক নেতাদের অনুরোধে রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকের কাছে ১৭ জানুয়ারির অভিযান স্থগিতের সুপারিশ করেন। তবে, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের শোভা নষ্ট করা জামায়াত নেতা মুনারুলের দখলকৃত দোকানঘর সরিয়ে নেয়াসহ রাস্তার দুধারের তিন ফিটের মধ্যকার স্থাপনা সরিয়ে নেয়ার সর্ত ছিল। কিন্তু দুই পাশের অধিকাংশ দোকানিরা তাদের স্থাপনার অংশবিশেষে সরিয়ে নিলেও কট্টর জামায়াত নেতার সেই ঘর রাজনৈতিক নেতাদের তবিয়তে এখনো বহাল রয়েছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইতোপুর্বে কাউন্সিলর সাবের আলীর মহাসড়কের উপর অবৈধ দখলবাজির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে রেখেছেন কেশরহাট এফ.জে এন্টারপ্রাইজের মালিক জামাল হোসেন। এ স্থাপনাও সেখানে দাড়িয়ে রয়েছে।

বিদ্যালয় সংলগ্ন দখলকারি জামায়াত নেতা মুনারল ইসলাম বলেন, আমি আদালতে মামলা করেছি। আইনের মাধ্যমেই আমাকে অপসারণ করতে হবে। জানতে চাইলে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠের পাশের ঘরটি মাঠের শোভা নস্ট হলেও দখলকারি বিদ্যালয় কর্তৃপক্ষের উপর আদালতে মামলা দায়ের করেছে। আইনের প্রতি শ্রদ্ধা জানানোর কারণে আমরা ব্যবস্থা নিতে পারছি না। তবে, মাঠের শোভা রক্ষায় এটা অপসারণ জরুরী|

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলী প্রামাণিক বলেন, ব্যবসায়িদের অনুরোধে সড়কের দুই ধারের ৬ ফিট ভেঙ্গে নেয়ার পরিবর্তে ৩ ফিট চালা নিজেরাই সরিয়ে নেয়ার প্রতিশ্রুতিতে এমপি মহোদয় জেলাপ্রশাসকের কাছে সুপারিশ করেন। এজন্য আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। তবে, স্কুল মাঠে জামায়াত নেতার ঘরটি এখনো সরিয়ে নেয়া হয়নি। বরং সে শক্তি প্রয়োগ করে ঘর রক্ষা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘরটি সরানো না হলে মাননীয় এমপি মহোদয়ের মিনি স্টেডিয়াম তৈরির স্বপ্ন নিষ্ফল হবে। এজন্য আমি উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানাচ্ছি।

এবিষয়ে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন, আমি মন্ত্রাণলায়ের মিটিংয়ে আছি, মন্ত্রাণলায় হতে অনুমতি নেয়ার ব্যবস্থা করছি। আগামীতে সুবিধামত উচ্ছেদ অভিযানের ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক সুপারিশে অভিযান বন্ধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, হতেও পারে তারপরও কিভাবে ব্যবস্থা নেয়া যায় তার ব্যবস্থা করা হবে।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সাতেমাতুজ্ জোহরা বলেন, আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে বলে জানতে পেরেছি। সড়ক ও জনপথ বিভাগ আগামিতে অভিযানের সিদ্ধান্ত নিলে সার্বিক সহযোগিতা দেয়া হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.