মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১১:২৬ pm
ডেস্ক রির্পোট :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী অন্তর দিয়ে দেশের মানুষকে ভালোবাসেন। এজন্য দেশের মানুষ নিরাপদে রয়েছে। আর অনেকেই কথা দিয়ে কথা রাখেন না কিন্তু জননেত্রী শেখ হাসিনা যে কথা দেন সেটা রাখেন। আজ প্রধানমন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপে দেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশ ও ২০০ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, সবজি বীজসহ কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, চলনবিলের কৃষি ও কৃষকের উন্নয়নে সিংড়া-তাড়াশ-বারুহাস রাস্তা ও ২৩৬ কিলোমিটার খাল খনন হয়েছে। ফলে কৃষক সহজেই তার উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া করতে পারছেন। খাল খননের ফলে অনাবাদি জমিতে রবিশস্য চাষাবাদ হচ্ছে। আর সারা দেশে ২০ হাজার কৃষককে স্মার্ট হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান প্রমুখ। সূত্র : যুগান্তর