শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
কালের বিবর্তনে গ্রামীণ খেলার অধিকাংশই হারিয়ে গেছে। গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহীর তানোর পৌরশহরে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী বদন (গাদন) প্রতিযোগিতা। গতকাল দিনগত সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি পৌরশহরের চাপড়া উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বপ্নের দিশারী একতা সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। ওই দিন সন্ধ্যায় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার পরিদর্শক (তদন্ত) উসমান গণি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশ নেয়। এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় তালন্দ উপরপাড়া (বাহাড়া) দল বিজয়ী এবং রুবেল চাপড়া’র দল রানার্সআপ হয়েছেন।
খেলার আয়োজক স্বপ্নের দিশারী একতা সংঘের আহবায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব সোহেল জানান, কালের বিবর্তনে গ্রামবাংলার এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়।
গ্রামীণ খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা হলো বদন (গাদন)। এই খেলার জন্য ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের মাঠ থাকে। থাকে চারটি লাইনে মোট তিনটি ঘর। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে। টস করে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী নির্ণয় করা হয়। খেলার সময় একজন মারা পড়লে (প্রতিপক্ষের খেলোয়াড় স্পর্শ করলে মারা পড়ে) অন্য দলের অর্ধাংশ আক্রমণের সুযোগ পাবে। মোট ২৫ মিনিট এই খেলা অনুষ্ঠিত হয়। তা/অ