রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
শিবগঞ্জের সাব-রেজিস্ট্রারকে জনতার পিটুনি, রামেকে ভর্তি

শিবগঞ্জের সাব-রেজিস্ট্রারকে জনতার পিটুনি, রামেকে ভর্তি

এম এম, মানুম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রজিস্ট্রার ইউসুফ আলী সেবা নিতে আসা জনতার মারপিটে আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীদের একাংশ শিবগঞ্জ সাব- রেজিস্ট্রি কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেছেন।

সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ ও দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভূমি নিবন্ধনে আসা সেবা গ্রহীতাদের সাথে অসৌজন্য আচরণ করারও অভিযোগ রয়েছে।

আহত সাব রেজিস্ট্রার ইউসুফ আলীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেছেন জরুরি বিভাগের চিকিৎসক।

স্থানীয়রা জানায়, প্রায় চার মাস আগে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা সাব-রেজিস্ট্রারের বিভিন্ন অনিয়ম ও হয়রানি এবং দলিল আটকে দিয়ে অতিরিক্ত টাকা দাবিসহ বিভিন্ন দাবিতে দীর্ঘ তিন মাস কর্মবিরতি পালন করেন। দলিল লেখকদের অযথা হয়রানির অভিযোগসহ, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

ঘটনার সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন দলিল লেখক বলেন, আমরা বাধ্য হই তার নানান অন্যায় আবদার মেটাতে। দলিল সম্পাদনে দাতা ও গ্রহীতার তথ্য ও কাগজপত্রে কোনো ভুল না থাকার পরও অতিরিক্ত টাকা না দিলে তিনি দলিল সম্পাদন করেন না। সম্প্রতি একজনের কাছ থেকেই ৫ লাখ টাকা ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। শিবগঞ্জে দিনে প্রায় দুই শতাধিক দলিল সম্পাদন হয়ে থাকে। প্রতিদিন গড়ে সাব রেজিস্ট্রার ইউসুফ আলী এ থেকে প্রায় ৫ লাখ টাকা অন্যায়ভাবে নেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে।

শিবগঞ্জের জালমাছমারী এলাকার এক দলিল লেখক নাম না প্রকাশ করার শর্তে জানান, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকূলে পেনশনের টাকার সুপারিশের জন্য শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানির অভিযোগ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীদের হামলায় শিকার হন ওই সাব-রেজিস্ট্রার। পরে স্থানীয় অনেকেই হামলায় যোগ দিলে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তার পোশাক ছিঁড়ে ফেলে স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন জনসাধারণকে শান্ত করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন সেবা গ্রহীতা ও প্রজাতন্ত্রের অন্যান্য কর্মবর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত নভেম্বর মাসের আইন শৃঙ্খলা সভায় অনিয়ম, অসভ্যতা ও দূর্নীতি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়ার পরও কয়েক দফা সর্তক করা হয়। তারপরেও তিনি তা কর্ণপাত না করায় হামলার ঘটনা ঘটেছে।

এছাও স্থানীয়দের শান্ত করে এলাকা ত্যাগ করানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.