রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:১৬ am
ডেস্ক রির্পোট : নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে খনিজ বালু উত্তোলনের অভিযোগ করা হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার মাটিখেকোরা এ বালু উত্তোলন করে বিভিন্ন প্রকল্পে বিক্রি করলেও সংশ্লিষ্ট প্রশাসন তাদের বিরুদ্ধে কোনই ব্যবস্থা নেয়নি।
সরেজমিনে উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাসিয়া হিন্দুপাড়া সরকারপাড়ায় গিয়ে দেখা যায়, গ্রামের ভীতর একটি বিশাল মজা পুকুরের মাটি কেটে সংস্কার করা হচ্ছে। পুকুরের মাঝখানে ও চারপাশে কাদামাটির নীচ থেকে বের হচ্ছে বালু। মাটির স্তরে স্তরে দেখা যায় খনিজ বালু। ভেকু মেশিন দিয়ে সে বালু তুলে পাড়ে বিশাল স্তুপ করে জমা রাখা হয়েছে। সেখান থেকে বিক্রি করা হচ্ছে গাড়িকে গাড়ি। সরকারি বিভিন্ন প্রকল্পে বিক্রি করা হচ্ছে সে বালু।
গ্রামবাসীরা জানালেন ওই পুকুরের মালিক ওই গ্রামের শ্রী কুমোদ চন্দ্র সরকারের ছেলে সুকুমার সরকার। পুকুরের পাশেই তার বাড়ি। কিন্তু তিনি বাড়িতে নেই। বাড়ির মেয়ে মানুষেরা জানালেন পুকুরের মাটি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম সিরাজের কাছে বিক্রি করা হয়েছে। কিন্তু পুকুরের মাটির নীচ থেকে যে বালু উঠবে তা তারা জানতেন না।
জানতে চাইলে সিরাজুল ইসলাম জানান, পুকুর সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেননি। পুকুর থেকে বালু উত্তোলনের কথা স্বীকার করে তিনি জানান, নদী থেকে বালু উঠলে তা সরকারের। পুকুরের বালু সরকার পাবেনা বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, নদী বা পুকুর যে কোন জায়গায় বালু পাওয়া গেলেই তা খণিজ সম্পদ হিসেবে সরকারের। সাধারণ জনতা তা উত্তোলন করতে পারবেন না। ওই বালু উত্তোলনকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। সূত্র : এফএনএস