সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৫০ pm
বেইমান ও অকৃতজ্ঞ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না। বঙ্গবন্ধুকে সত্যিকার অর্থে আমরা ভালোবাসি। শুধু ১৭ কোটি মানুষের ভালোবাসা নয়, সারা বিশ্ব বঙ্গবন্ধুকে ভালোবাসে। শস্যচিত্রের মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্ব বঙ্গবন্ধুকে আজীবন স্মরণ রাখবে।
বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। তিনি শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক।
এ সময় উপস্তিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাবরিনা শারমিন, জনপ্রশাসন পদকপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান পিএএ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী প্রমুখ।
উল্লেখ্য, গিনেস বুক বিশ্ব রেকর্ড অনুযায়ী ২০১৯ সালে চীনে ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট সর্ববৃহৎ শস্যচিত্র তৈরি করা হয়েছিল। তাই বাংলাদেশ শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গমিটারে তৈরি করছে। এর দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ হবে ৩০০ মিটার। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রোপণে সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়ে প্রস্তুত করা হয়েছে। সূত্র : যুগান্তর। আজকের তানোর