মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৩ am
এম এম মামুন :
বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখায় ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার নিজেদের মতো করে নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুদক ও আদালতকে ব্যবহার করা শুরু করেছে, কিন্তু এগুলো করে সরকারের শেষ রক্ষা হবে না।’
আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন জেলা ও মহানগর বিএনপি।
সভায় মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোন নির্বাচন হতেও দেওয়া হবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু করলে বিএনপি গণতন্ত্রের স্বার্থে সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। অথচ এই সরকার ক্ষমতায় এসে তাদের স্বার্থে সংবিধান বারবার পরিবর্তন করলেও তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কাজ তারা করছে না।’
সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন। রা/অ