শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৭ am
নিজস্ব প্রতিবেদক, নাচোল :
‘আমরা একতাই বিশ্বাসী’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত আহুড়া সামাজিক ক্লাবের আয়োজনে বর্তমান প্রজন্ম যুব সমাজকে মাদকের ভয়াল ছোবলের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে ২৪টি মিনি ক্রিকেট দলের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টায় আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন মিনি ক্রিকেট দল চ্যাম্পিয়ন ও নাচোল আকিজ বেকার্স ক্রিকেট দল রানার আপ অর্জন করেন।
এই ফাইনাল খেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মশিউর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপদলের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় আহুড়া সামাজিক ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলাম অন্তরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খেলার প্রধান পৃষ্ঠপোষক প্রভাষক শাহরিয়ার হোসেন।
প্রধান ইসপন্সর মেসার্স ঢাকা ইলেক্ট্রনিক্স মাইনুল ইসলাম বাচ্চু মহিপুর বাজার, ফতেপুর ইউপি চেয়ারম্যান প্যানেল-১ আফজাল হোসেন, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ২৪ ইঞ্চি রঙিন এলইডি ও রানার্সআপ দলের হাতে ১৪ ইঞ্চি রঙিন টিভি তুলে দেওয়া হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সমাজসেবক মতিউর রহমান। রা/অ