বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:৫৭ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
দিনাজপুরে কনকনে শীতে কাজ মিলছে না দিনমজুরের

দিনাজপুরে কনকনে শীতে কাজ মিলছে না দিনমজুরের

ডেস্ক রির্পোট :
দিনাজপুরে কনকনে শীতে বিপাকে পড়েছেন দিনমজুররা। সারাদিন সূর্য না ওঠায় শীত বেশি অনুভূত হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত অপেক্ষায় থেকেও কাজ না পেয়ে ফেরত যাচ্ছেন অনেক দিনমজুর। মঙ্গলবার (৩ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে। প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হননি। যানবাহনও চলাচল করেছে তুলনামূলক কম।

তখন সময় দুপুর ২টা। ‘মানুষ বিক্রির হাট’ নামে পরিচিত ষষ্টীতলা মোড়ে অলস পড়ে থাকা মিকচার মেশিনের সামনে ঝুড়ি ও কোদাল নিয়ে বসে ছিলেন ষাটোর্ধ্ব আব্দুস সামাদ। সকালে বাড়ি থেকে কোনোরকম নাস্তা করে কাজের সন্ধানে এসেছেন ষষ্টীতলা মোড়ে। দুপুর পর্যন্ত কোনো কাজ পাননি। ছবি তুলতেই মুখ ঘুরিয়ে নিলেন। আব্দুস সামাদের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়ায় তার বাড়ি। দিনমজুরের কাজ করেই তার সংসার চলে। গত কয়েকদিন ধরে বেশি শীত পড়ায় ঠিকমতো কাজ মিলছে না।

তবে সংসারে সদস্য সংখ্যা কত, কাজ না পেলে কীভাবে সংসার চলবে জানতে চাইলে তিনি কিছু জানাতে রাজি হননি। তার সঙ্গে আরও কয়েকজন শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। তারাও কোনো কথা বলতে রাজি হননি।

সদর উপজেলার ফুলতলা বাজারে বাজার করতে আসা বৃদ্ধ আবুবক্কর সিদ্দিক (৭৫) বলেন, ‘খুব জার করেছে বাহে। এইরকম জার করিলে হামরাগুলাতো চলিবায় পারিমনাই। (খুব শীত পড়েছে ভাই। এরকম শীত পড়লে আমরা তো চলতে পারবো না।’

শহরের রাস্তাঘাটে অপেক্ষাকৃত লোকজন কম দেখা গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাজারেও কেউ ঢোকেননি। তাজিমলি ইসলাম নামের একজন কাঁচামাল ব্যবসায়ী জানান, আলু, পেঁয়াজ থেকে শুরু করে সবধরনের সবজির দাম কমেছে। কিন্তু ক্রেতা নেই। তাই বিক্রিও কম। শীতের কারণেই এ অবস্থা বলে তিনি জানান।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (আবহাওয়া সহকারী) আসাদুজ্জামান আসাদ জানান, তাপমাত্রা বাড়লেও বাতাসের আর্দ্রতা ও গতি বৃদ্ধি পাওয়ায় এবং সূর্য না ওঠায় কনকনে শীত অনুভূত হচ্ছে।

মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোরে বৃষ্টি বা তুষারপাত রেকর্ড করা হয়েছে দশমিক ১ শতাংশ। সূত্র : জাগোনিউজ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.