শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৩ am
এমএম, মামুন :
চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকা হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এরমধ্যে সোমবার (২ জানুয়ারী) দিবাগত রাত সোয়া ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুর রহমান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্র্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান ওই গ্রামের মো. মোখলেছের ছেলে। একই সময় অপর এক অভিযানে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ১টি ডিজিটাল ওয়েট মেশিনসহ মো. সাহিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত মো. সাহিন উপজেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক গ্রামের মো. আনারুলের ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর মোল্লা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ও রাজশাহীর গোদাগাড়ী থানায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। রা/অ