মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০০ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামে অবস্থিত সরকারি ভিপি ( ভেষ্ট্রেট) সম্পত্তি প্রকৃত ইজারাদারকে বুঝিয়ে দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। আজ (০৩ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে ইজারা গ্রহনকারী মাদারীপুর গ্রামের মৃত আফতাব মাষ্টারের পুত্র বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান পাইলটকে ওই জমি বুঝিয়ে দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মাদারীপুর গ্রামের মৃত আফতাব মাষ্টার ১৯৭৮ সালে তার বাড়ির সামনে জমসেদপুর মৌজায় ৩৬ নম্বর দাগের ১৭ শতাংশ ‘ক’ শ্রেণীর সম্পত্তি সরকারের নিকট থেকে ইজারা নিয়ে ভোগদখল করে আসছিলেন। এঅবস্থায় আফতাব মাষ্টারের মৃত্যুর পর তার সুযোগ্যপুত্র বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান পাইলট জায়গাটির সিমানা পর্যন্ত কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। এহেন পরিস্থিতিতে একই গ্রামের লতিফ গং আসাদুজ্জামান পাইলটের ওই জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করে কাটা বেড়া ভেঙ্গে ফেলে। পরবর্তীতে পাইলট ইউএনও বরাবর অভিযোগ করেন। এহেন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সরকারি ভিপি সম্পত্তি প্রকৃত ইজারাদারকে বুঝিয়ে দেন ইউএনও।
এবিষয়ে ওই এলাকার বাসিন্দা লতিফ গং জানান, উক্ত সম্পত্তি তাদের। তারা ১৯৬৪ সালে উক্ত জমির পৈত্রিক মালিক হিরেন্দ্র মোহন মজুমদারের কাছ থেকে বিনিময় সূত্রে পেয়েছেন বলে এড়িয়ে গেছেন।
এনিয়ে আসাদুজ্জামান পাইলট বলেন, আমার বাবা ১৯৭৮ সালে আমাদের বাড়ির সামনে ভিপি সম্পত্তি সরকারের নিকট থেকে লীজ নেয়। বাবা মারা যাবার পর আমি ওয়ারিশ সূত্রে এখনও সরকারকে ইজারা মূল্য দিয়ে আসছি। জায়গাটি ব্যবহার উপযুক্ত করার কাজ করছিলাম তখন লতিফ গং কাজে বাঁধা দিয়ে ভাংচুর করে।
তিনি আরও বলেন, বিষয়টি তৎক্ষণাৎ সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ) তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে জানানো হলে তাদের কাগজপত্র দেখে ইউএনও আমাকে দখল দিয়ে গেছেন।
এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার জমসেদপুর মৌজার ৩৬ নম্বর দাগের ১৭ শতাংশ ‘ক’ শ্রেণীর ভিপি সম্পতি। ১৯৭৮ সালে আসাদুজ্জামান পাইলটের পিতা মৃত আফতাব মাষ্টারকে সরকারের পক্ষ থেকে সেই সময়ে লীজ দেয়া হয়। সেই সুবাদে সরকারি নিয়ম মতে ডিসিআর কেটে ভূমি উন্নয়ন পরিশোধ করে ভোগদখলে আছেন পাইলট। সম্প্রতি লতিফ গং উক্ত সম্পত্তি তাদের বলে দাবি করেছেন। তবে, তারা কোনো উপযুক্ত কাগজ দেখাতে পারেন নি বলে জানান ইউএনও। তা/অ