মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৪ am
এইচএম. ফারুক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়। এ উপলক্ষে অত্র কামারগাঁ ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণের ভিত্তিতে কামারগাঁ প্রবীণ ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী জনাব মো. আলিনুর হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য বিস্তারিত আলোচনা করেন। তিনি অভিমত ব্যক্ত করেন, আমরা আপনাদের নিয়ে আগামীতে হতদরিদ্রের জন্য সমাজের বিত্তবান ও আমি নিজেও অংশগ্রহণ করে একটি কল্যাণমুখী অর্থ সহায়তা ফান্ড তৈরি করতে চাই।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন আহমেদ। এসময় কিছু মহৎ মানুষের উদ্যোগে অসহায় মানুষের মাঝে স্যান্ডেল, জুতা ও মোজা প্রদান করে পড়িয়ে দেয়া হয়।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ সচিব মো. আবদুর রাজ্জাক, সংবাদকর্মী এইচএম. ফারুক ও ওয়াহেদুর রহমান সুজনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে অত্র ইউনিয়নের ৬৫ জন বয়স্ক ব্যক্তিদের মাঝে প্রতি মাসে ৫০০ টাকা বিতরণ করেছে সংস্থাটি। রা/অ