রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৫ am
শরিফুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে বিপুল উৎসাহ আর উদ্দীপনায় নতুন বই বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষে রবিবার সকালে উপজেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করে উপজেলার মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিদাগাছি প্রাথমিক বিদ্যালয়, সাঁকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহনপুর অটিস্টিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক আয়েন উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আবদুস সালাম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কমকর্তা সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কমকর্তা, প্রধান শিক্ষক শহিদুল আলম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক ইসরাফিল হোসেন রনি প্রমূখ। তা/অ