বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ১০:০৮ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাকিব সরকারকে বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে পাকড়ী ইউপি চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম।
সম্প্রতি বিভিন্ন প্রকল্পে ও সরকারি অনুদানপুষ্ট সহায়তা কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ইউপির ১২ সদস্যের মধ্যে ১০ সদস্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে প্রস্তাব গ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগকে পত্র দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ চেয়ারম্যান রাকিব সরকারকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, বরখাস্ত হওয়া চেয়ারম্যান রাকিব সরকার বলেন, আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। আমি স্থানীয় সরকার বিভাগের আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। আজকের তানোর