মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৫ pm
ওবাইদুর রহমান সুজন, তানোর :
যারা দেশ ও জাতি গড়বে আগামী দিনে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীকে আগামীতে দেশের সম্পদ হিসেবে করে গড়ে তুলতে হবে। তা না পারলে দেশের কাছে বোঝা হয়ে যাবে তারা। এসব শিক্ষার্থী যাতে সম্পদ হয়, দেশের জন্য আশির্বাদ হয়, সে কারণে তাদের হাতে সময় মতো বই পৌছে দিচ্ছেন জননেত্রী মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনা। দেশে প্রায় ৭৫ শতাংশ শিক্ষিতের হার। আমরা অপেক্ষায় তাকিয়ে আছি সেই দিকে যেদিন শতভাগ শিক্ষিত জাতিতে পরিণত হবো আমরা।
আজ রোববার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে উৎসবমুখর পরিবেশে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কালে এসব কথা বলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
করোনাকালীন দুই বছর ঘটা করে বই বিতরণ করা না হলেও এ বছরের প্রথম দিনে ঝকঝকে পাঠ্যবই হাতে পেয়ে দারুণ খুশি খুদে শিক্ষার্থীরা। এবার উৎসবের মধ্যেদিয়ে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো রাজশাহীর তানোর উপজেলার তিন লক্ষ ৭৫ হাজার ৯৩০ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে তানোর সদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও এই নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ইমরান বিশ্বাসের পুত্র তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মাহিন বিশ্বাসকে প্রধান অতিথি এমপি মহোদয় বই তুলে দেন।
এরমধ্যে দুই লক্ষ ৭৮ হাজার ৯৩০ শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের। আর সাতানব্বই হাজার ৮০০ রয়েছে প্রাথমিক শিক্ষার্থী। তবে, প্রাথমিক পর্যায়ের ৯৭ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৭৫০ শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। বাঁকি ৩৬ হাজার ৫০ শিক্ষার্থীকে অল্প সময়ের মধ্যে নতুন বই দেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট শিক্ষা অফিসার।
এসময় তানোর উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ’র সঞ্চালনায় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার প্রমুখ।
এব্যাপারে ইউএনও তাঁর বক্তেব্যে বলেন, এ বছর পুরো উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ লক্ষ ৭৫ হাজার ৯৩০ শিক্ষার্থীকে বই দেয়া হবে। কিন্তু বেশ কিছু বই এখনও এসেও আসেনি। তবে, সেগুলো অল্প সময়ের মধ্যে চলে আসবে বলে বক্তব্যে জানান ইউএনও। রা/অ