রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৬ am
শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর : আমাদের নিজেদের ও দেশের প্রয়োজনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আজকে তো শেখ হাসিনাকে দেশবাসীর কাছে ভোট চাইতে যাওয়ার প্রয়োজন নাই। বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছেন। নিজের জীবন বাজী রেখে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
৩১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলার নবনির্মিত হল রুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অসহায় দুঃস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ।
উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল হক, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুল আলম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।
বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম ও উজ্জ্বল হোসেন প্রমূখ।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষুক পূর্ণবাসনের জন্য ভেড়া-ছাগল বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা, উপজেলা মাসিক আইন-শৃংখলা সভা, উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগদান করেন। রা/অ