শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০২ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নাচোল সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও নাচোল পৌরসভা রানার আপ হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে বিকেল ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নাচোল সদর ইউনিয়ন ও নিজামপুর ইউনিয়ন ভলিবল দলের মাঝে ফাইনাল খেলায় নিজামপুর ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
দ্বিতীয় ধাপে নাচোল সদর ইউনিয়ন ফুটবলদল ও নাচোল পৌরসভা ফুটবল দলের মাঝে ফাইনাল খেলায় নাচোল সদর ইউনিয়ন ২-১ গোলে নাচোল পৌরসভা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপদলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা শিক্ষা অফিসার মনাল কান্তি সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুর রশিদ রকেট, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাকশিস নাচোল উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক তোজাম্মেল হক ও সেক্রেটারি প্রধান শিক্ষক আব্দুর রহিম। রা/অ