বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৫:১০ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২টি মহিষসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ মার্চ) রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (৭ মার্চ) রাত সাড়ে ৩টায় রাজশাহীর কাটাখালী থানার ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরও পাঁচটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৮ বোতল ফেনসিডিল, ৩৪৭ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য বেত কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮৩০ টাকা। বিজিবির প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। আজকের তানোর