শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৩ pm
মো. রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ করণীয় শীর্ষক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা হলরুম নারী ক্ষমতায়নের পথে বাল্যবিবাহ একটি অন্যতম প্রধান বাধা যা প্রতিরোধ আরো কার্যকারী সমন্বিত কর্মকৌশল নির্ধারণ করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জানে আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলফার ইয়াসমিন ছাড়াও আরো অনেকে।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ছাড়াও শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ডেপুটি ম্যানেজার শামাউল ইসলাম ও অফিসার আব্দুল কুদ্দুস।
সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ করনে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাক নারীর ক্ষমতায়ন এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করণে গোদাগাড়ী উপজেলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
কর্মশালার মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় সাধন, বাল্যবিয়ে প্রতিরোধে চ্যালেঞ্জ সমূহ এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণ করাই ছিল সমন্বয় সভার মূল উদ্দেশ্য। রা/অ