রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৩ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
বিএনপির কৃষকদলের মোহনপুর উপজেলার আহবায়ক কমিটি অগণতান্ত্রিক পন্থায় ভেঙ্গে দেবায় চরম ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে সভা করেছেন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ। আজ (২৫ ডিসেম্বর) রোববার বিকেল ৫ ঘটিকায় মোহনপুর বিএনপির দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা করেন মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু।
উক্ত সভায় উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু তার লিখিত বক্তব্যে বলেন, গত ৯ মাস পূর্বে জেলা কৃষকদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত মোহনপুর উপজেলা শাখা কৃষকদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। উক্ত ঘোষণায় আহ্বায়ক কমিটিকে উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত প্রায় ৪০টি ইউনিটের কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে। এঅবস্থায় সম্প্রতি ২৪ ডিসেম্বর হঠাৎ কোন কিছু না জানিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক শামিন আহমেদ স্বাক্ষরিত প্যাডে মোহনপুর উপজেলা আহবায়ক কমিটি ভেঙ্গে দেন। তিনি বলেন, গঠনতন্ত্র মোতাবেক কোন কমিটির যুগ্ন-আহবায়ক এর ভেঙ্গে দেবার এখতিয়ার নেই।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মোহনপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মতিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা কমিটির সদস্য আব্দুল হামিদ, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক হাজাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মির্জা শওকত, যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জল হোসেন ও ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
এছাড়াও উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক শিমুল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সকল ইউনিয়নের কৃষকদলের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় আগামী এক সপ্তাহের মধ্যে মোহনপুর দলীয় কার্যালয়ে বসে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোরালো দাবী জানান তারা। রা/অ