মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫০ pm
নিজস্ব প্রতিবেদবক, তানোর :
বাংলাদেশে দূর্ভিক্ষ হওয়ার কথা যারা বলছেন, তারা অ্যামেরিকার দোসর। আর কখনোই বাংলাদেশে দূর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই কারণ বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের খাদ্য উৎপাদন করতে জানে। বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করেছে।
তাই দেশ বিরোধীরা দূর্ভিক্ষ হওয়ার কথা বলে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মধ্যে বিনামুল্যে হাজার হাজার কোটি টাকার কৃষি প্রনোদনার পাশাপাশি কৃষি উপকরণ প্রদান করে কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। আগামীতেও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
বুধবার সকালে তানোর উপজেলা অডিটরিয়ামে তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তানোর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আ’ লীগের সাবেক সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি)।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের কৃষি প্রনোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সাড়ে ১১ হাজার কৃষক কৃষি প্রনোদনা পাচ্ছেন। এরমধ্যে ৭ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও সাড়ে ৪ হাজার কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। তা/অ