মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৪২ pm

সংবাদ শিরোনাম ::
একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী
দুদক আর নখ-দন্তহীন বাঘ নয়: দুদক চেয়ারম্যান

দুদক আর নখ-দন্তহীন বাঘ নয়: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমান নখ-দন্তহীন বাঘ নয়। এসব গুলো বাক্যছিল অতীত বিষয়। বর্তমান কমিশন একটি বার্তা দিতে সফল হয়েছে, তা হলো কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়। ক্ষমতা বা অর্থের প্রভাবে দুদককে প্রভাবিত করা যায়নি। অনেককেই আইনের মুখোমুখি হতে হয়েছে। দুদক চেয়ারম্যান  ইকবাল মাহমুদের বিদায়ী সৌজন্য সাক্ষাতে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় ইকবাল মাহমুদ জানান, দুদক যথেষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান।
চেয়ারম্যান বলেন, আজ হতে দীর্ঘ পাঁচ বছর আগে এমনি এক বসন্তে আপনাদের সাথে হাসিমুখে কথা বলেছিলাম। বিদায়ক্ষণে এসে আজ আবার তেমনি আরেক বসন্তে আপনাদের নিকট থেকে হাসিমুখেই বিদায় নিচ্ছি। মানুষ আসে চলে যাওয়ার জন্য। এটাই নিয়ম।
তিনি বলেন, আমাদের সফলতা-ব্যর্থতা আপনাদের প্রাত্যহিক লেখনির মাধ্যমে আপনারাই প্রকাশ করেছেন। নতুন করে সফলতা-ব্যর্থতার কথা বলা হয়তো সঠিক হবে না। এ সফলতা-ব্যর্থতার বিশ্লেষণের ভার গণমাধ্যম, সুশীল সমাজ তথা জনগণেরই ওপর ছেড়ে দিলাম। তার কারণ আমি সফলতার কথা বলতে গেলে তাতে পক্ষপাতিত্ব থাকতে পারে।
ইকবাল মাহমুদ বলেন,গত পাঁচ বছরে কমিশনের যে আইনি ম্যান্ডেট রয়েছে তা কার্যকর করার জন্য সবসময় সচেষ্ট ছিলাম। গণমাধ্যমের অনেক রিপোর্ট নিয়ে কমিশন অনুসন্ধান বা তদন্ত করেছে। গণমাধ্যম আমাদের অনেক সমালোচনা হয়েছে, আবার প্রশংসাও হয়েছে। আমরা গণমাধ্যমের অনেক সুপারিশ গ্রহণ করেছি। সমালোচনাকে সবসময়ই সাধুবাদ জানিয়েছি। আজ এ বিদায় বেলায়ও বলবো , গঠনমূলক সমালোচানার মাধ্যমেই পরিশুদ্ধ হওয়া যায়।
তিনি জানান, ব্যক্তিগত লাভের জন্য কোনো কাজ করি নাই। অনিচ্ছকৃত ভুল হলে জনগণের কাছে ক্ষমা চাই। সফলতা সকলের, ব্যর্থতার আমার একার। দুর্নীতি দমনে চেষ্টার কোনো ত্রুটি করি নাই। বিবেকের সাথে কখনই প্রতারণা করি নাই। নির্মোহভাবে দায়িত্ব পালন করেছি। আইনের বাইরে কোনো কাজ করি নাই।
দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন , বিধি অনুসারে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমনে দুদকের বিদ্যমান মেকানিজম সংস্কার করা যেতে পারে। অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির পরিধি বাড়ানো যেতে পারে। গণমাধ্যম ব্যক্তিত্ব কিংবা সুশীল সমাজের প্রতিনিধি অথবা অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য  এ জাতীয় কর্মপ্রক্রিয়ায় সম্পৃক্ত করা যেতে পারে। তবে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত।
এছাড়া দুদক কর্মকর্তাদের কল্যাণে যে সব কার্যক্রম নেওয়া হয়েছে তার বিবরণ দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তাদের যাতায়তের পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করেছি। প্রণোদনা হিসেবে রেশন সুবিধা, ঝুঁকি ভাতা, দেশ-বিদেশে প্রশিক্ষণ, পদোন্নতিসহ বেশকিছু কল্যাণমূলক কার্যক্রমের  ব্যবস্থা গ্রহণ করেছি।
গণমাধ্যম কর্মীরা তার তৃপ্তি বা অতৃপ্তির বিষয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, অতৃপ্তি হচ্ছে জনগণের আক্ষাঙ্কা অনুসারে হয়তো দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারি নাই।
তেমন তৃপ্তিও আমার নেই। তবে কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়, সমাজের সর্বস্তরে এই বার্তা দেওয়া সম্ভব হয়েছে। এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।
তিনি বলেন, আমরা এ কথা দৃঢ়তার সাথে বলতে পারি-আমাদের ওপর কেউ চাপ প্রয়োগ করার সুযোগ পাননি। আমরা যা করেছি আইন ও বিধি-বিধান অনুসরণ করেই করেছি। তবে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ আমরা করিনি। রাষ্ট্রের ভাবমূর্তির বিষয়টি আমরা সবসময় বিবেচনা করেছি। আমি আজও বলবো দুর্নীতি নির্মূলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। ৭১-এ যেমন আমরা সবাই ঐকবদ্ধ্যভাবে  লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি, তেমনি দুর্নীতি দমনে ঠিক একই ভাবে সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত আন্দোলনের প্রয়োজন রয়েছে।সূত্র : এফএনএস। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.