মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০০ pm
শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশের আয়োজনে রোববার বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে গুড়িপাড়া ঈদগাহ মাঠে জাতীয় সংগীত ও কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানা কর্মকর্তা ওসি এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা বিভাগ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ খাঁন, কাশিয়াডাঙ্গা কলেজ অধ্যক্ষ গোলাম গাউস, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ রজব আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাহেরা বেগম মিলি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন কাশিয়াডাঙ্গা থানার তদন্ত ওসি মশিউর রহমান।
ঐতিহাসিক ৭ মার্চের আলোচনায় বক্তাগণ বঙ্গবন্ধুর দেওয়া অলিখিত ৭ই মার্চের ভাষণের তাৎপর্য বাঙ্গালি জাতির মুক্তিযুদ্ধের সনদ ও স্বাধীনতার ঘোষনা ছিল বলে আলোচনায় উল্লেখ করা হয়। আজকের তানোর