রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৪ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পরিবেশ ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন উদ্যোগে দুই শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাইমেনা শারমীন পরিষদ চত্বরে পুকুর পাড়ের চারিদিকে এসব তালগাছের চারা রোপন উদ্বোধন করেন। এতে সহযোগিতা করেছেন নাচোল বিএমডিএ সহকারী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মনজুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মিথিলা দাস, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সোহেল রানা ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান।
ইউএনও মোহাইমেনা শারমীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে তাল গাছের চারা (আঁঠি) রোপনের নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে দেশের সবুজায়ন বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বর্ষা ও সারা বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো।
তিনি আরো বলেন, প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ ভারসাম্য রক্ষার্থে তাল গাছের সাথে নারিকেল ও সুপারি গাছ লাগানোর উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিশেষে তিনি উপজেলার বিভিন্ন রাস্তার দুই ধারে খাড়ি ও পুকুর পাড়ে তাল বীজের চারা রোপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তা/অ