শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। এই প্রথম জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
আজ রোববার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে ‘৭ মার্চ’ স্বাধীনতার জীয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা।
সভা শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়জনকে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়েছে।
অপরদিকে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক দিবসটি উদযাপন করা হয়। সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজকের তানোর