বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৭ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি বন্ধ করে চালকদের মানববন্ধন, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন
পুঠিয়ায় ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে কোচিং সেন্টারের উদ্বোধন

পুঠিয়ায় ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে কোচিং সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে আইসিসি বিশ্ববিদ্যালয় এবং নাসিং কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজে এই কোচিং সেন্টারের চলতি বছরের যাত্রা শুরু করে।

কিন্তু কোচিং বাণিজ্য সরকার কর্তৃক নিষিদ্ধ থাকলেও সেই নিয়ম নীতি তোয়াক্কা না করেই তারা অনুমোদনহীন কোচিং বাণিজ্য পরিচালনা করছে। প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করছে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের রুম ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য শুরু করেছে। শনিবার বিকেলে এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কোচিং পরিচালনা কারী শিক্ষক পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ সাহেদ আলী, মোঃ রুবেল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র রাজু আহম্মেদ সহ অনেকে।

পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার কর্তৃক শ্রেণী শিক্ষার্থীদের কোচিং বাণিজ্য নিষিদ্ধ আছে। কিন্তু এডমিশন কোচিং চালানোর নিয়ম আছে। মনিরুজ্জামানকে জিজ্ঞেস করা হয় আপনি একজন সরকারী স্কুলের শিক্ষক হয়ে কোচিং পরিচালনা করতে পারেন কিনা কিন্তু তিনি এই বিষয়টি এরিয়ে যান। সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, এডমিশন কোচিং কোথায় বন্ধ আছে দেখান। আর আপনি কলেজের অধ্যক্ষের নিকট ফোন দিয়েছেন। সে আপনাকে মিথ্যা কথা বলেছে। তার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। সেই মোতাবেক আমরা কোচিং কার্যক্রম শুরু করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন জানান, কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোচিং বানিজ্য করার নিয়ম নাই। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার কর্তৃক কোচিং বাণিজ্য নিষেধ রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান জানান, সরকার কর্তৃক কোচিং বানিজ্য নিষিদ্ধ করা হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং করার নিয়ম নাই। আর আমাদের উপজেলায় সরকার কর্তৃক কোন কোচিং চালানোর অনুমতিও দেই নাই।

পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শাহাবুদ্দিন শিহাব জানান, কোচিং এর জন্য কলেজ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়নি। তারা আমার কাছে দাবী করেছে। আমি বলেছি সভাপতি মহাদয়ের সাথে কথা বলে জানাবো। তো বিষয়টি দেখছি।

পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী মাজরুই রহমান জানান, কলেজে কোচিং করানোর বিষয়টি আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.