শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৩ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
শেষ ওয়ানডেতেও বৃষ্টির হানা

শেষ ওয়ানডেতেও বৃষ্টির হানা

ক্রীড়া ডেস্ক : নেপিয়ার থেকে হ্যামিল্টনে এসেও পিছু ছাড়ল না বৃষ্টি। দ্বিতীয় ওয়ানডের মতো ভেস্তে গেল নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডেও। আগের ম্যাচে তবু অনেকটা খেলা হতে পেরেছিল। এবার এক ইনিংসের অর্ধেক হতেই খেলা শেষ। হ্যামিল্টনে গত শনিবার তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ড ২৬.৫ ওভারে ২ উইকেটে ১২৩ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরে আর শুরু হতে পারেনি। টানা দুই ম্যাচ পরিত্যক্ত হওয়া সিরিজ নিউ জিল্যান্ড জিতে নিল প্রথম ম্যাচ জিতেই।

ভেসে যাওয়া দুই ম্যাচ থেকে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে দুটি পয়েন্ট অবশ্য পেল বাংলাদেশ। বেসিন রিজার্ভে গত শনিবার টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে দলকে কাক্সিক্ষত শুরু এনে দিতে পারেননি তার পেসাররা। সোফি ডিভাইন ও সুজি বেটস নিউ জিল্যান্ডকে এনে দেন দারুণ শুরু। অভিজ্ঞ দুই ব্যাটার কাটিয়ে দেন ১৫ ওভার। ৭৬ রানে এই জুটি ভাঙেন সালমা খাতুন। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার ফিরিয়ে দেন ৩৯ বলে ৪২ রান করা ডিভাইনকে। সুজি বেটস এ দিন খেলছিলেন দারুণ সাবধানতায়। কোনো বাউন্ডারি ছাড়াই ফিফটিতে পা রাখেন তিনি  ৭৭ বলে।

এরপর আর বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫১ রানে তাকে থামান রিতু মনি। পরের ওভারেই নামে বৃষ্টি। নিউ জিল্যান্ডে বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপাক্ষিক সফর এটি। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হন নিগাররা।

সংক্ষিপ্ত স্কোর :

নিউ জিল্যান্ড : ২৬.৫ ওভারে ১২৩/২ (ডিভাইন ৪২, বেটস ৫১, অ্যামিলিয়া কার ২২*, গ্রিন ৫*; জাহানারা ৬-০-২৭-০, মারুফা ৪-০-২৪-০, সালমা ৫.৫-০-২৭-১, নাহিদা ৬-০-২৪-০, রিতু ৫-০-২১-১)।

ফল: ম্যাচ পরিত্যক্ত। সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে জয়ী। সূত্র : এফএনএস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.