শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪১ am
বিনোদন ডেস্ক : পদ্মাপুরাণ’ সিনেমা খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি তিনি মুক্তি দিতে চান আসছে বিশ্ব ভালোবাসা দিবসে। রাশিদ পলাশ জাগো নিউজকে বলেন, ‘সিনেমার সম্পাদনার কাজ শেষ হয়েছে। এখন সিনেমার ডাবিং চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেবো সিনেমাটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় শুক্রবার সিনেমা হলে দেখতে চাই সবাই মিলে।’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ববি হক। তার বিপরীতে একাধিক লুক ও শারীরিক কিছু পরিবর্তন নিয়ে হাজির হবেন সুদীপ বিশ্বাস দীপ। আরও অভিনয় করছেন, সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমারসহ আরও অনেক।
সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। চিত্রগ্রহণ করেছেন সন্দীপ রায়। সিনেমাটি প্রযোজনা করেছে ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে।
২০২১ সালের ১ ডিসেম্বর মহরত অনুষ্ঠানে পরিচালক বলেছিলেন, ‘সিনেমায় একটি বিমান ছিনতাইয়ের ঘটনা আছে, কিন্তু এটি সেই ঘটনা নিয়ে নির্মিত কোনো সিনেমা নয়। এটি পুরোপুরি একটি প্রেমের গল্প।’
বর্তমানে নির্মাতা রাশেদ পলাশ ‘রঙবাজার’ নামের একটি সিনেমা প্রথম লটের কাজ শেষ হয়েছে। দুদিন পর আবারও সিনেমাটির শুটিং শুরু হবে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে। জানা গেছে, এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছেন সংস্থা লাইভ টেকনোলজি।
অন্যদিকে প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ সিনেমা প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ। সূত্র : জাগোনিউজ