সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:১৪ pm
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা। ৭ মার্চ রোববার পুলিশ একাডেমী সারদায় চেমনি মেমোরিয়াল হলে বিকেল তিনটায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। একাডেমির ভাইস প্রিন্সিপাল এসএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চলনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। সভায় পুলিশ একাডেমির উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বক্তব্য রাখেন।