শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩২ am
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আর মাত্র দুইদিন বাকি। এর মধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে ফাইনালের আবহ। কারণটা আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচে দুই দলের লড়াইয়ের পাশাপাশি দুই তারকারও লড়াই। যে লড়াইয়ে মুখোমুখি লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছিল লিওনেল মেসির। চার বছর পরে আবারও দুই দল মুখোমুখি। এবার মেসির সামনে প্রতিশোধের সুযোগ। সেই সঙ্গে এমবাপ্পের সঙ্গেও আলাদা হিসেব।
ফরাসি কোচ দিদিয়ের দেশমও এরই মধ্যে সতর্ক হয়ে গেছেন। তিনি বলেছেন, চার বছর আগের মেসি আর এবারের মেসি এক নন। তিনি আরো ভয়ংকর। আরো বেশি পরিণত। আরো বেশি নিখুঁত। কেবল দেশমই নন, মেসিকে নিয়ে পুরো বিশ্বই প্রায় একই সুরে কথা বলছে।
এরই মধ্যেই আসরে ৫টি গোল করে ফেলেছেন তিনি। দলকে এগিয়ে নিতে সতীর্থদের দিয়ে ৩টি গোলও করিয়েছেন মেসি। আসরে ৩টি করে গোলে এসিস্ট করেছেন ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি কেইন এবং আতোয়ান গ্রিজম্যানও।
এই জায়গায় মেসির সঙ্গে লড়াই হবে এমবাপ্পেরও। আসরে ফ্রান্সের জয়ের পেছনে এই তারকার অবদান সিকিভাগ। তিনি গোল করেছেন ৫টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরো দুইটি। রা/অ