রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪১ am
শরিফুল ইসলাম, মোহনপুর :
রাজশাহীর মোহনপুরে চুরি যাওয়া মালামালসহ জামাই-শশুরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনি পদক্ষেপ শেষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌগাছী ইউপির মৌগাছী বাজারে ১৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে দোকানে চুরি হয়। পরে দোকান মালিক একই ইউপির বাটুপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আলমগীর হোসেন (৪২) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার সূত্র ধরে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে গ্রেপ্তার করে। পরে পুলিশ জানতে পারে চোরেরা সম্পর্কে জামাই-শ্বশুর। বাদী জানান, চুরি যাওয়া ১টি ব্যাটারি ও অটো রিক্সার দোকানের নতুন ব্যাটারি আর দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য নতুন-পুরাতন যন্ত্রাংশ চুরি হয়। গ্র্রেফতারকৃতরা হলেন, উপজেলার মৌগাছী ইউপির বাটুপাড়া গ্রামের মইফুল সরদারের ছেলে শান্ত হোসেন (২২) ও বাকশিমইল ইউপির খাড়ইল গ্রামের মৃত আনিসের ছেলে ওয়াসিম (৪০)। চুরি যাওয়া উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লক্ষ ২৪ হাজার ৬০০ টাকা।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, চুরি যাওয়া মালামালসহ মাত্র ১৩ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফপ্তার করা হয়েছে। ৪৬১/৩৮০ পেনাল কোড ধারা মোতাবেক ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়। রা/অ