বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩১ pm
ডিজিটাল নিরাপত্তা আইন একেবারেই বাদ দেয়া উচিত বলে দাবি করেছেন গনফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এসময় জানান ড. কামাল বলেন, জনগণকে সাথে নিয়ে সরকারকে অনুচিত সব কার্যক্রম থেকে সরে আসতে বাধ্য করা হবে।
সংগঠনটির বিভাজন নিয়ে তিনি বলেন, দল থেকে কিছু ব্যক্তি বের হয়ে গিয়ে ভিন্ন বক্তব্য রাখছেন। এমন বক্তব্য তারা রাখতেই পারেন উল্লেখ করে ড. কামাল বলেন, এতে সংগঠনের কোন ক্ষতি হবে না।
সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আ হ ম শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। সূত্র : এফএনএস। আজকের তানোর