রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৪ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলাজুড়ে গড়ে উঠা অবৈধ ইটভাটার সংবাদ প্রকাশের পর নড়েচড়ে উঠেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবশেষে মঙ্গলবার (১৩ ডিসেস্বর) সকাল থেকে উপজেলার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালায় ভাম্যমাণ আদালত। এসময় উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঝালপুকুর গ্রামের নিকটবর্তী স্থানে কৃষি জমির উপর অবস্থিত আজিজুল হজের অবৈধ ইটভাটায় ১০ হাজার জরিমানা আদায় করে ডামচিন্নি ভাটা বন্ধ করার নির্দেশ দেয়া হয়। পরে একই ইউনিয়নে আরেকটি ইটভাটায় অভিযান চালিয়ে ১০ টাকা জরিমানাসহ ডামচিন্নি ভেঙ্গে দেয় প্রশাসন।
অভিযান পরিচালানা করেন, ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াংকা দাস। এসময় রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দাস বলেন, আজিজুল হকের অবৈধ ইট ভাটায় জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। আবারো একই ভাবে ইটভাটা পরিচালানা করা হলে আইনগত পদক্ষেপ নেয়া বলে জানান তিনি।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন বলেন, মোহনপুরে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদপ্তরের অনুমিত ছাড়া যদি আবারো ইটভাটা চালু করে পরিবেশ দূষিত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তা/অ