শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৬ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপিত হয়েছে। আজ (৭ই মার্চ) রোববার বিকেলে তানোর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী সার্কেল এএসপি সিদ্দিকুর রহমান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুর হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার, তানোর আদর্শ বণিক সমিতির সভাপতি হামিদুর চৌধুরী, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ। এরআগে অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজকের তানোর