বৃহস্পতিবর, ১৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৪ pm
নিজস্ব প্রতিবেদক : জমকালো আয়োজনে রাজশাহীতে ‘মিস্টার ফিটলাইফ বডিবিল্ডিং কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফিটলাইফ জিমের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এই শরীর গঠন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় প্রথম স্থান দলখ করেছেন আবির হাসান হ্যাভেন, দ্বিতীয় হয়েছে উৎপল সরদার এবং তৃতীয় স্থান দখল করেছেন ইউসুফ নাইম। প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ছিল কক্সবাজার ট্যুর সহ ট্রফি, মেডেল এবং প্রাইজমানি নগদ তিন হাজার টাকা। এছাড়া সেরা দশজন প্রতিযোগী পেয়েছেন ফিটলাইফ জিমে এক বছরের ফ্রি মেম্বারশিপ। প্রতিযোগীতায় ৪০জন অংশগ্রহণ করেন।
ফিটলাইফ জিমের কর্ণধার আবু সুফিয়ান তাজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মিস্টার বাংলাদেশ মো. আব্দুল আহাদ শিমুল। সাথে বিচারক হিসেবে ছিলেন সাবেক মি. বাংলাদেশ তানভির সজিব। আরও উপস্থিত ছিলেন সনু সোহাগ।
আয়োজক ফিটলাইফ জিমের কণধার আবু সুফিয়ান তাজ বলেন, নগর ভবনের পশ্চিমে দীর্ঘ দিন থেকে আমরা জিমটি পরিচালনা করে আসছি। শরীর গঠন প্রতিযোগীতার মূল উদ্দেশ্য সবাইকে স্বাস্থ্য সচেতন করে তোলা। এই ধরণের প্রতিযোগীতা সমাজ থেকে মাদক নির্মুল করে সকল বয়সের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আজকের তানোর